করোনায় মারা গেলেন আরডিএ’র ডিজি আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ জুলাই ২০২০ ০৫:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯১ বার।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল  ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে রেখে গেছেন।  
আরডিএ’র অতিরিক্ত মহাপরিচালক আব্দুস সামাদ জানান, সরকারের অতিরিক্ত সচিব পদপর্যাদার কর্মকর্তা আমিনুল ইসলাম গত ২৩ জুন করোনায় আক্রান্ত হন। তার পর থেকে তিনি বগুড়ায় আরডিএ’র বাংলোতেই আইসোলেশনে ছিলেন। তবে ২৯ জুন অক্সিজেনের মাত্রা কমে গেলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। 
আব্দুস সামাদ জানান, বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা আমিনুল ইসলাম প্রায় এক বছর আগে আরডিএ’তে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে রাজশাহীতে থাকেন। যে কারণে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছিল।
আরডিএ’র পরিচালক সুফিয়া নাজিম জানান, মহাপরিচালক আমিনুল ইসলাম দু’দিন আগ পর্যন্ত ভাল ছিলেন। কিন্তু শুক্রবার তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ারও পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মরহুম আমিনুল ইসলামকে তাঁর নিজ জেলা পাবনায় দাফন করা হবে বলে আরডিএ’র কর্কর্তারা জানিয়েছেন।