বগুড়ার করিমপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাড়ালো আইডিএলসি

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮ ১৪:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫৬ বার।

বগুড়ায় প্রতিবন্ধি শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে শিক্ষা উপকরণ, স্কুল ভ্যান, গেম ক্ল্যাশ রুম হস্তান্তর ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বগুড়ার গাবতলী উপজেলার করিমপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর অর্থায়নে এসব কর্মসূচি পালিত হয়। 
এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন করিমপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক এসএম কাওসার। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মো: শামছুল হক। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুফিয়া নাজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মো: শামছুল হক, বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু,বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর জিএম হেড অব এসএমই আহম্মেদ রশীদ জয়, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের গ্রুপ চীফ (মার্কেটিং) জানে আলম রোমেল, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর হেড অব এসএমই সাইফুদ্দৌলা শামীম, টিএমএসএস এর স্বাস্থ্য বিভাগের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রোটা: ডা: মতিউর রহমান, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের বগুড়ার এরিয়া ম্যানেজার তানভির শওকত,আরলি চাইল্ডহুড ডেভলপমেন্ট স্পেশালিস্ট ও ব্যবস্থাপনা পরিচালক আইডিয়া ডোম কনসারটেন্সি সাবিহা রহমান জিতু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করিমপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাহছিনা আকতার, ম্যানিজং কমিটির ডাঃ জালাল উদ্দিন, আব্দুল আলিম, ফারুক হোসেনসহ স্কুলের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে স্কুলের প্রতিবন্ধি শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশণ করে। স্কুল প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য সাংবাদিক এসএম কাওসার সহ অতিথিদের সম্মাননা জানানো হয়। শেষে স্কুলের জন্য আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর পক্ষ থেকে প্রতিবন্ধি স্কুলের জন্য দুটি ভ্যান, শিক্ষা উপকরণ, শিক্ষার্থীদের জন্য গেম ক্লাশ রুম ও তার উপকরণসহ ঘরের চাবি হস্তান্তর করেন।