কোরবানির অনুপযুক্ত পশু বিক্রি বন্ধে কাজ করবে মেডিকেল টিম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২০ ১২:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৭ বার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির অনুপযুক্ত পশু বিক্রি বন্ধে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার রাজধানীর বেইলী রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে সংযুক্ত থেকে কোরবানির গবাদিপশু বিপণনের অনলাইন প্লাটফর্ম 'ডিএনসিসি ডিজিটাল হাট 'র উদ্বোধনে তিনি একথা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, হাটে যেন কোনো প্রকার রোগাক্রান্ত বা কোরবানির অনুপযুক্ত গবাদিপশু বিক্রি না হয় সেজন্য আমরা ভেটেরিনারি মেডিকেল টিম করে দিচ্ছি। বাজারে যাতে রুগ্ন পশু না আসতে পারে এজন্য মেডিকেল টিম কাজ করবে। এজন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং টিমও কাজ করবে।

রেজাউল করিম বলেন, দেশের খামারিরা চমৎকার গবাদিপশু উৎপাদন করেছেন। কোরবানির জন্য যে পরিমাণ গবাদিপশু দরকার তা দেশেই রয়েছে। তাই আমরা বিদেশ থেকে কোনো পশু আমদানি করবো না।

কোরবানির ডিজিটাল হাট প্রক্রিয়ায় সম্পৃক্ত ঢাকা সিটি করপোরেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ সকল সংস্থাকে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার জন্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান রেজাউল করিম। সেই সাথে প্রয়োজনীয় সকল ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহন করেন স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকার বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।