করোনাকালে চশমা ব্যবহারে সতর্কতা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২০ ০৭:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৭ বার।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে মানতে হবে স্বাস্থ্যবিধি। এ ছাড়া ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্রও জীবাণুমুক্ত করতে হবে।

সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক, গ্লাভস, চশমা, ফেস শিল্ড পরা এবং ভালো করে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সামান্য কিছু অসতর্কতার কারণে কেউ কেউ আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। তাই সচেতন হতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, সুরক্ষার জন্য মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড ও হাত ধোয়ার পাশাপাশি চশমা ব্যবহার করলেও তা পরিষ্কার করতে হবে। কারণ চশমা থেকেও করোনা সংক্রমণ হতে পারে।

চশমা পরিষ্কার ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আসুন জেনে নিই কীভাবে চশমা পরিষ্কার করবেন।

১. চশমা মাথার ওপরে ও খুলে পকেটে ঢুকিয়ে রাখবেন না।

২. বাইরে থেকে ঘরে ফেরার পর চশমাটা সাবান ও পানি দিয়ে ভালো করে পরিষ্কার করুন। এর পর টিস্যু পেপার বা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।

৩. চশমা ব্যবহারের আগে হাত ও মুখ সাবান দিয়ে ধুয়ে নিন। তার পর অবশ্যই চশমার ফ্রেম ও হ্যান্ডেল স্যানিটাইজার বা সাবান দিয়ে পরিষ্কার করুন।

৪. চশমা রাখার বাক্স ও চশমা পরিষ্কার করার টিস্যু নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।

৫. চশমা রাখার আগে বাক্সটি স্যানিটাইজ করে নেবেন।

৬. বাক্সে রাখার আগে চশমা স্যানিটাইজ করুন এবং লেন্সের দিকটি ওপরের দিকে রাখুন।

৭. অফিসের টেবিলে ও বাথরুমের বেশিনের চশমা রাখলে পরার আগে স্যানিটাইজ করুন।

সূত্র: বোল্ডস্কাই