পরিবেশ দূষণ রোধে পলিথিনের পরিবর্তে কাগজের ব্যবহার বাড়ানোর তাগিদ

অরূপ রতন শীল:
প্রকাশ: ০৫ জুন ২০১৮ ১২:৩৪ ।
দেশের খবর
পঠিত হয়েছে ৫৯৮ বার।

পরিবেশ দূষণ রোধে পলিথিনের পরিবর্তে কাগজের ব্যাগ ব্যবহারের আহবান জানানো হয়েছে। মঙ্গলবার বগুড়ায় পরিবেশ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের পরিবেশকে বাঁচাতে হলে আমাদের নিজেদের সচেতন হতে হবে। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা পলিথিনকে পরিবেশের শত্রু হিসেবে চিহ্নিত করে তা বর্জনের আহবান জানিয়ে বলেন, ‘কাগজের ব্যাগ পরিবেশ বান্ধব। পরিবেশ রক্ষায় সেই কাগজের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে।’
এবার নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়। একইদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কারও বিতরণ করা হয়।
পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষার জন্য ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর (ইউএনপি) উদ্যোগে পরবর্তীতে ৫ জুন-কে ‘বিশ্ব পরিবেশ দিবস’ ঘোষণা করা হয়। সেই থেকে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বের প্রতিটি দেশে ওই দিবসটি পালন করা হয়। বাংলাদেশে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ দিবস পালন করা হয়। এতে সরকারি- বেসরকারি বিভিন্ন সংস্থা এবং স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়।
দিবসটি পালনের জন্য মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া জিলা স্কুলের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে পরিবেশ অধিদপ্তরের বগুড়ায় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আশরাফুজ্জামান, বগুড়ার জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনসহ বিভিন্ন স্তরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও র‌্যালীতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। তাদের হাতে পোস্টার, ব্যানার, প্ল্যাকর্ড শোভা পাচ্ছিল। র‌্যালীতে দৈনিক সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরাও অংশ গ্রহণ করেন।
র‌্যালী শেষে বগুড়া জিলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী। পরিবেশ অধিদপ্তরের পরিচালক আশরাফুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা  মুহাম্মদ সুবেদার ইসলাম ও বগুড়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। আলোচনার শেষ পর্বে ইতিপূর্বে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে উপস্থিত জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।