র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ বেলজিয়ামের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮ ০৭:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ডিসেম্বরেও ধরে রেখেছে বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা দলটি এক নম্বরে থেকে বছর শেষ করতে যাচ্ছে। বৃহস্পতিবার নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থেকে এই বছর শেষ করবে বিশ্বকাপ জয়ী ফ্রান্স। বাংলাদেশের অবস্থান ১৯২ নম্বরে।

ফিফা জানায়, বেলজিয়ামের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে ফ্রান্স। বেলজিয়ানদের অর্জন ১৭২৭ পয়েন্ট, আর ফরাসিদের ১৭২৬। রবের্তো মার্তিনেসের দলকে হটিয়ে রাশিয়ায় ফাইনালে ওঠা দলটি র‌্যাংকিংয়ে হার মানল।

ব্রাজিল আছে তিন নম্বরে। বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া চতুর্থ স্থান ধরে রেখেছে। উয়েফা নেশনস লিগের ফাইনালে ওঠা ইংল্যান্ড আর পর্তুগাল পঞ্চম ও ষষ্ঠ। শীর্ষ দশের বাকি দল উরুগুয়ে, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক।

৫ জানুয়ারি শুরু হতে যাওয়া এশিয়ান কাপে ইরান খেলবে এশিয়ার শীর্ষ র‌্যাংকিংধারী হয়ে। তাদের অবস্থান ২৯ নম্বরে।

২০২২ সালের বিশ্বকাপ আয়োজক কাতার ৯৩তম। আফ্রিকার সেরা দল সেনেগাল আছে ২৩ নম্বরে। কনকাকাফ অঞ্চলের সেরা দল মেক্সিকো ১৭তম।