বগুড়া থেকে তেতুলিয়ায় মোটরবাইকে ছুটে গিয়ে কম্বল বিতরণ করলেন সাত যুবক

জাকির আরেফিন শুভ
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৯ বার।

তেতুলিয়ার দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে বগুড়া থেকে মোটরবাইকে ছুটে গেলেন সাত যুবক। ছুটে যাওয়া সাতজন যুবক বগুড়া অনলাইন প্রফেশনাল কমিউনিটির (বিওপিসি) সদস্য। তারা ওই সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার তেতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৭০টি কম্বল বিতরণ করেন। বিওপিসি গ্রুপের সদস্য ও শুভাকাঙ্খীদের দেয়া সাহায্যের অর্থে কেনা কম্বলগুলি বগুড়া থেকে কুরিয়ারে আগেই পাঠিয়ে দেয়া হয়েছিল। 
ওই কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত -ই- খুদা মিলন। বগুড়া বিওপিসির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল মাসুদ রিহাম, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সদস্য মোহাম্মদ রতন, ফেসবুক গ্রুপ সদস্য মিজানুর রহমান, মুক্তার আলী ও রায়হান আলী ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। 
আয়োজকরা জানান, 'বিওপিসি' বগুড়া তথা উত্তরবঙ্গের অনলাইন প্রফেশনালদের গাইড লাইন প্রদানের উদ্দেশ্যে গঠিত একটি অলাভজনক সংগঠন। তারা চলতি বছরে পরপর কয়েকটি ইভেন্ট আয়োজন করে অনলাইন প্রফেশনালদের নজরে আসে।