শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ

নির্বাচনে জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের বয়কট করার আহবান

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৮ ১২:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের নিয়ে শনিবার বিকেলে সম্প্রীতি সমাবশের আয়োজন করা হয়। শেরপুর পৌরশহরের ঘোষপাড়াস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিমাই ঘোষ। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। তাই আগামি নির্বাচনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের বয়কট করতে হবে। উন্নয়ন আর সম্প্রীতি ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী হাবিবর রহমান এমপি বলেন, বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত। একটি মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি। আরেকটি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। স্বাধীনতাবিরোধী এই শক্তি এখনো সক্রিয়। তারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি। তাই দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামি ৩০ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। 
উক্ত সমাবেশে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. এনসি বাড়ই, সাধারণ সম্পাদক নিরঞ্জন সিং, জেলা কমিটির নেতা এড. নরেশ মুখার্জী, জেলা আওয়ামীলীগের নেতা শাহরিয়ার আপেল, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারা ডাবলু, আ.লীগ নেতা মকবুল হোসেন, সাইদুর রহমান তারা, বদরুল ইসলাম পোদ্দার ববি, পৌরসভার প্যানেল মেয়র নাজমুল হক খোকন, ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা বিকাশ সাহা, স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতা সংগ্রাম কু-ু, গোবিন্দ বাগচি, প্রকাশ সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করেন উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা।