শেরপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ‘হলফনামা’ বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৪:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৮ বার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দেয়া তথ্যসম্বলিত ‘হলফনামা’ সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) শেরপুর উপজেলা কমিটির উদ্যোগে রোববার বলা ১১টায় পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এসব হলফনামা বিতরণ করেন সুজনের উপজেলা সভাপতি নিমাই ঘোষ। এসময় সুজনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা কমিটির নেতা স.ম হাফিজুল ইসলাম, আব্দুস সাত্তার, মাহবুবুল আলম হিরু, এড. আজমী আরা পারভীন শান্তনা, আইয়ুব আলী, আব্দুল আলীম, আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক জানান, দুর্নীতি-শোষণমুক্ত, সমৃদ্ধ দেশ গড়তে আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। পাশাপাশি দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, মিথ্যাবাদী, যুদ্ধাপরাধী, নারী নির্যাতনকারীদের হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে। এজন্য সাধারণ ভোটারদের সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। সেলক্ষেই কাজ করছে সুশাসনের জন্য নাগরিক সুজন। এরই ধারাবাহিকতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য সাধারণ জনগণকে জানানোর জন্য এই হলফনামা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।