ক্যা‌মেরায়ব‌ন্দি অসুস্থ্য ও প্র‌তিবন্ধী‌দের ধুনট ফ‌টোগ্রা‌ফিক সোসাই‌টির ঈদ উপহার

ধুনট(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২০ ০৮:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫০ বার।

বগুড়ার ধুনট উপ‌জেলায় যমুনা নদীর তী‌রে বানভাসি মানু‌ষের মান‌বেতর জীবনযাপ‌নের নানা দৃশ্য ক্যা‌মেরাব‌ন্দি ক‌রে‌ছে আ‌লোক‌চি‌ত্রিরা। ক্যা‌মেরায় দৃশ্যধারন কর‌তে গি‌য়ে পা‌নিব‌ন্দি অসুস্থ্য ও প্র‌তিব‌ন্ধি‌দের যন্ত্রনার গল্প শো‌নেন তারা। ঈদ উপল‌ক্ষ্যে এমন অসুস্থ্য ও প্র‌তিব‌ন্ধি‌দের ঈদ উপহার দি‌য়ে‌ছে ধুনট ফ‌টোগ্রা‌ফিক সোসাই‌টি।

সংগঠন‌টির পক্ষ থে‌কে শুক্রবার সকা‌লে পা‌নিবন্দি অসুস্থ্য ও প্র‌তিবন্ধী কয়েক‌টি প‌রিবা‌রের ঘ‌রে চাল, ডাল, তেল, সব‌জি, লাচ্ছা, সেমাই ও জরুরী ঔষধ সমৃদ্ধ উপহা‌রের প্যা‌কেট পৌ‌ছে দেওয়া হয়। এছাড়া ক‌য়েক‌টি বিধবা ও দুঃস্থ নারী‌দের মা‌ঝে নগদ অর্থ প্রদান করা হ‌য়ে‌ছে।  

ঈদ উপহার বিতরণকা‌লে ধুনট ফ‌টোগ্রা‌ফিক সোসাই‌টির সভাপ‌তি আ‌মিনুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক মে‌হেদী হাসান, প্রধান সমন্বয়ক প্লাবন আ‌মিন, সদস্য তাজফিক সাইফি সাগর ও সা‌ব্বির কায়সার আরমান উপ‌স্থিত ছি‌লেন।