বগুড়া সদরে নতুন আক্রান্ত ৫৮জন যে এলাকার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ জুলাই ২০২০ ১০:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭২ বার।

বগুড়া সদরে নতুন করে করোনায় আক্রান্ত ৫৮জনের এলাকাভিত্তিক তথ্য জানানো হয়েছে। শুক্রবার বেলা  ২টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কার্যালয়ের ডা. ইফতেখার হায়দার জানান, সদরে নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ফুলদিঘী একজন, ঠনঠনিয়া ৬জন, নিশিন্দারা ২জন, হাকিড় মোড়ে একজন, মালতীনগর ২জন, ছিলিমপুরে একজন, জামিলনগর ২জন, কাটনারপাড়া ৪জন, চারমাথা একজন, উপশহর ৩জন, কলোনী ২জন, সূত্রাপুর ৪জন, জলেশ্বরীতলা একজন, বনানী একজন, নামাজগড় ৩জন, নারুলী ৩জন, কৈগাড়ী একজন, বাঘোপাড়া একজন, ঠেঙামারা ২জন, আটাপাড়া ২জন, রহমাননগর ২জন, রাজাবাজার একজন, এরুলিয়া একজন, বৃন্দাবনপাড়া একজন, চকলোকমান একজন, মালগ্রাম একজন, পুলিশ সদস্য ২জন এবং চিকিৎসক একজন।
এছাড়া ৩জনের ফোন বন্ধ এবং ২জন ফোন ধরেনি।