রাশিয়ার ডোপিং কেলেঙ্কারি নিয়ে নতুন নাটক!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২০ ১৭:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭ বার।

আবারো আলোচনায় রাশিয়ার অ্যাথলেটিক্স ফেডারেশনের ডোপিং কেলেঙ্কারি। এবার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের কাছে সদুত্তর চেয়েছে রাশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশন। ঝুলিয়ে না রেখে বরং চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে ফেডারেশনটি।

এর আগে ডোপিং এর দায়ে ৫ বছর নিষিদ্ধ করা হয় রাশিয়া অ্যাথলেটিক্স ফেডারেশনকে। সে হিসেবে ২০২০ অলিম্পিকে অংশ নিতে পারবেনা রাশিয়ার কোন অ্যাথলেট। তবে, যেসব রুশ অ্যাথলিট নিজেদেরকে ডোপমুক্ত প্রমাণ করতে পারবেন তারা ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক খেলাধুলায় অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে রাশিয়া নয়, নিরপেক্ষ পতাকা নিয়ে লড়তে হবে তাদেরকে।

কেবল নিষিদ্ধ করেই থামেনি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন। অ্যাথলেটদেরকে ডোপমুক্ত রাখতে না পারার দায়ে রাশিয়ান ফেডারেশনকে তারা জরিমানা করে ৫ মিলিয়ন ডলার। ১ জুলাই এর মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করার কথা ছিল রাশিয়ার। তবে তা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে রাশিয়া।

এবার তারাই উল্টো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশনের কাছে সদুত্তর দাবি করে চিঠি দিয়েছে। একইসঙ্গে অ্যাথলেটদের বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আহ্বান জানিয়েছে।