ত্বকের শীতকালীন রোগ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮ ০৫:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

শীতে ত্বকের বিভিন্ন রোগ বেড়ে যায়। এর মধ্যে খোসপাঁচড়া একটি।

স্ক্যাবিজ বা খোসপাঁচড়া এই সময়ে বেড়ে যাওয়ার অন্যতম কারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে না চলা। শীতের কারণে অনেকেই এ সময় নিয়মিত গোসল করেন না। যারা বস্তিতে থাকেন বা যেসব বাচ্চা স্কুলে যায়, তাদের খোসপাঁচড়া হলে খুব সমস্যা। এটি ছড়িয়ে যায়।

স্ক্যাবিজ হলে প্রথমে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রয়োজন। প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে। স্ক্যাবিজ হয়ে গেলে যে কাপড়গুলো পরছেন, সেগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে রাখতে হবে।

এ ছাড়া স্ক্যাবিজের একটি নিজিস্ব চিকিৎসা তো আছেই। তবে অনেকে ওষুধ ঠিকমতো ব্যবহার করেন  না। এতে নিজের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের এতে আক্রান্ত হওয়ার প্রবণতা তৈরি হয়।

শীত এলে শীতের জন্য তোলা কাপড়গুলো ধুয়ে ব্যবহার করতে হবে। এর ফলে অনেক রোগ থেকে মুক্ত থাকা যাবে। তবে ত্বকের কোনো সমস্যা হলে শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন, ভালো থাকুন।


লেখক: ডা. রাশেদ মোহাম্মদ খান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল