ধুনটে নৌকার কর্মীকে মারপিটের ঘটনায় জামায়াত কর্মী গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮ ১১:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৬ বার।

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে শফিউল আলম চাঁন নামের এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে। আটক চাঁন উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামের হাবিবর রহমানের ছেলে। রোববার রাতে পুলিশ নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করেছে। 

থানা সূত্রে জানা যায়, নৌকা প্রতীকের কর্মী যুবলীগ নেতা রেজাউল করিম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীন আলমকে মারপিট ও তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় গত ১৭ ডিসেম্বর ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বাদী হয়ে দায়েরকৃত মামলায় ৩০জন বিএনপি-নেতাকর্মী এবং অজ্ঞাত ৪০জনকে আসামী করা হয়েছে। ওই মামলায় রোববার রাতে গ্রামের বাড়ী থেকে শফিউল আলম চাঁনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার খাটিয়ামারী বাজারের কাপড় ব্যবসায়ী। চাঁন সংগঠনের সক্রিয় কর্মী বলে জামায়াতের পক্ষ থেকে দাবী করা হয়েছে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, নৌকা প্রতীকের কর্মী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারপিট এবং তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় জামায়াত কর্মী শফিউল আলম চাঁনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমেক কারাগারে পাঠানো হয়েছে।