সান্তাহারে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত;

৯ ঘন্টা পর উত্তরের ১০ জেলার সাথে ট্রেন যোগাযোগ শুরু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮ ১১:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৫ বার।

বগুড়ার সান্তাহার রেল জংশন স্টেশনের অদুরে আদমদীঘির বাগবাড়ি নামক স্থানে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চিলাহাটিগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৯ ঘন্টার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী দল এসে লাইসচ্যুত বগিটি উদ্ধার করার পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, খুলনা থেকে চিলাহাটিগ্রামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন সোমবার ভোর ৫ টা ২০ মিনিটে দিকে সান্তাহার রেল জংশন স্ট্রেশনে আসে। এ স্ট্রেশনটি ছাড়ার প্রায় ১০ মিনিট পর আদমদিঘীর বাগবাড়ি নামক স্থানে ট্রেনের ৭ নম্বরের একটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের ১০টি জেলার সাথে ঢাকাসহ সারা দেশের সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সান্তাহার ষ্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিম জানান খুলনা থেকে চিলাহাটিগ্রামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ১১টি বগি করে যাত্রী নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে ৭ নম্বর বগির পিছনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। কিন্তু ট্রেনের সামনের ৬টি বগিতে কোন সমস্যা না হওয়ায় সকাল ৯টার দিকে যাত্রী নিয়ে ৪টি বগি রেখে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সাথে রাজশাহী, ঢাকাসহ সকল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে তবে দুপুরের দিকে বগিটি উদ্ধার করার পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 
এদিকে, রাজশাহী ও ঢাকা থেকে আসার ট্রেন গুলো সান্তাহার জংশন স্টেশনে এবং চিলাহাটি, দিনাজপুর, রংপুর থেকে ছেড়ে আসা ট্রেন গুলো আক্কেলপুর, জয়পুরহাটসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। 
এদিকে সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান ট্রেনের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হযনি।