ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন ধোনি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৪:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ দুটি সিরিজের টি-টোয়েন্টি দলে ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। প্রায় ৬ মাস পর দলে জায়গা খুঁজে পেলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান। গত জুলাইয়ে ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেন সাবেক অধিনায়ক। আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের টি-টোয়েন্টি দলে ফেরানো হলো তাকে।

টেস্ট সিরিজের পর তিন ওয়ানডে খেলে অস্ট্রেলিয়া সফর শেষ করবে ভারত। তারপর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড সফর, শেষ হবে টি-টোয়েন্টি দিয়ে। এই তিন সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে ভারত। এই দলে ধোনিসহ উইকেটরক্ষক রয়েছে তিনজন।

সম্প্রতি ওয়ানডেতে ফর্মে না থাকায় কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে আছেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তিনি, তার জায়গায় ফিরেছেন দিনেশ কার্তিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ওয়ানডের তিন ম্যাচে ছিলেন পন্থ, বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে তার রান ছিল ১৭ ও ২৪।

অস্ট্রেলিয়ায় এখন টেস্ট সিরিজ খেলছেন পন্থ। বিসিসিআই নির্বাচক কমিটি জানায়, টেস্ট খেলে দেশে ফিরবেন তিনি। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ‘এ’ দলের হয়ে খেলবেন ৫টি একদিনের সিরিজ। তারপর টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের বিমানে উঠবেন তিনি।

মিডল অর্ডার ব্যাটসম্যান মনীষ পান্ডে দুই ফরম্যাটের স্কোয়াড থেকেই বাদ পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডেতে বেঞ্চে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজেও সুযোগ পাননি। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাত্র ১৯ ও অপরাজিত ৪ রান করেন মনীষ।

সিম বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ইনজুরি কাটিয়ে ফিরে এসেছেন দলে। দলে ফেরানো হয়েছে কেদার যাদবকে। বাদ পড়েছেন ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার ও স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। দুই স্কোয়াডের একটিতেও জায়গা হয়নি ফাস্ট বোলার উমেশ যাদবের।

ওয়ানডে দলে চার পেসারের আক্রমণভাগে নির্বাচকরা রেখেছেন জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি ও খলিল আহমেদকে। আর টি-টোয়েন্টিতে এই চারজনের মধ্যে বাদ পড়েছেন কেবল সামি।

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে এবং নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল:

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রাইডু (শুধু ওয়ানডে), দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (শুধু টি-টোয়েন্টি), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া (শুধু টি-টোয়েন্টি), রবীন্দ্র জাদেজা (শুধু ওয়ানডে), ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি (শুধু ওয়ানডে), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ ও খলিল আহমেদ।