পাকিস্তানের বিপক্ষে ফিরতে পারেন স্মিথ-ওয়ার্নার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৪:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০১ বার।

স্টিভেন স্মিথকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ‘বিরাট কোহলি’ মনে করেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। এমন একজন ক্রিকেটারকে দলে ফিরে পেতে মরিয়া অস্ট্রেলিয়া কোচ। ল্যাঙ্গারই জানালেন, আগামী বছরের মার্চের পর পাকিস্তানের ওয়ানডে সিরিজে ফেরার সম্ভাবনা আছে সাবেক অধিনায়কের। একই সঙ্গে ডেভিড ওয়ার্নারেরও!

স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞা পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরুর আগেই শেষ হওয়ার কথা। তাই আশাবাদী ল্যাঙ্গার তেমন সম্ভাবনার কথা জানিয়ে বলেছেন সব কিছু হবে প্রক্রিয়া মেনে, ‘এমন সম্ভাবনা আছে। এটা অবশ্য এখন প্রক্রিয়ার অংশ। আমি নিশ্চিত আমরা এক সঙ্গে কাজ করবো। আশা করছি অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য ভালো কিছুই বের করতে পারবো। তবে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।’

সম্প্রতি আলাদাভাবে স্টিভেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের সঙ্গে কথা বলেছেন ল্যাঙ্গার। যার মধ্যে ব্যানক্রফটের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ ডিসেম্বর। এদের মাঝে স্মিথ একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়ে জনমনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছেন। তার সার্বিক অবস্থা নিয়ে কোচের মন্তব্য অবশ্য ইতিবাচক, ‘আমার মনে হয় স্মিথ এখনও আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ। এই সময়টা অবশ্য তার জন্য কঠিন কিন্তু তাকে ফিরে পেতে আমি আর অপেক্ষায় থাকতে পারছি না। সে আমাদের দলের বিরাট কোহলি- এটাই সত্য।’