সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র প্রদানের অভিযোগে বগুড়ায় যুবক গ্রেফতার

জাকির আরেফিন শুভ
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৫:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৭ বার।

সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র প্রদান এবং টাকা আত্মসাতের অভিযোগে মনির হোসেন (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  মনির হোসেন আক্কেলপুর থানার পশ্চিম আমুট্ট গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে।  সদর থানায় দায়ের করা  এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত মনির হোসেন ১৮ ডিসেস্বর শেখের কোলা পালপাড়া নিবাসী পঁচা চন্দ্র পালের নিকট থেকে ২ জনকে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নাম করে ৫লক্ষ টাকা নেয়।  পরবর্তীতে ২৪ ডিসেম্বর শহরের কালিতলায় পঁচা সরকারের হাতে সে কৃষ্ণ চন্দ্র পাল ও গৌতম পাল-এর নিয়োগপত্র তুলে দেয়। এসময় সে আরও দেড় লক্ষ টাকা দাবী করে।  নিয়োগপত্র দেখে পঁচা চন্দ্রের সন্দেহ হয়। তখন এলাকার কাউন্সিলরকে সঙ্গে নিয়ে মনির হোসেনকে আরও জিজ্ঞাসাবাদ করলে মনির হোসেন কোন সন্তোষজনক জবাব দিতে পারে না। পরবর্তীতে পুলিশকে জানালে পুলিশ এসে মনির হোসেনকে গ্রেফতার করে।