শেরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ অগাস্ট ২০২০ ১১:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৭ বার।

বগুড়ার শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার (১১আগস্ট) দিনগত রাত অনুমান আটটায় শহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান, শেরপুর থানার ওসি মো. মিজানুর রহমান, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকোশলী আসিফ ইকবাল সানি, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুণ্ডু। এছাড়া অন্যদের মধ্যে পৌর কাউন্সিলর সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, হিন্দু ধর্মীয় নেতা প্রকাশ সরকার, অপরেশ বসাক, সুদেব পাল, জয়েন্তো চক্রবর্তী, সুধীন্দ্র নাথ রায়, বিদ্যুৎ তলাপাত্র প্রমুখ। পরে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা দিনটিকে ঘিরে আয়োজিত শিশু-কিশোরদের গীতা পাঠ, নারীদের শঙ ও উলুধ্বনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করা হয়। তবে এবার মহামারী করোনার কারণে ধর্মীয় রীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে সম্পন্ন হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুুরুষ অংশ নেন।