বগুড়ায় ঠনঠনিয়া এলাকার রেড জোনিং প্রত্যাহারঃ সেউজগাড়িতে অব্যাহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ অগাস্ট ২০২০ ১২:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৩ বার।

বগুড়ায় ঠনঠনিয়া এলাকার রেড জোনিং প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বুধবার বিকালে জেলা প্রশাসক জিয়াউল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ঠনঠনিয়া এবং ২০ আগস্ট পর্যন্ত নতুন করে সেউজগাড়িকে রেডজোন হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন।  পরে ঠনঠনিয়া এলাকায় করোনা সংক্রমণ কমায় রেড জোনিং প্রত্যাহার করা হয়েছে। তবে আগামী ২০ আগস্ট পর্যন্ত সেউজগাড়ি এলাকা রেডজোনের আওতায় থাকবে। 

রেড জোন এলাকায় অ্যাম্বুলেন্স, রোগী পরিবহন, স্বাস্থ্য প্রদানকারী ব্যাক্তিবর্গের পরিবহন কোভিড-১৯ মোকাবিলা এবং জরুরি পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ি, জরুরি সংবাদকর্মীর গাড়ির আওতার বাইরে থাকবে। সকল প্রকার দোকান মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠন বন্ধ থকাবে। ওষুধের দোকান, ইন্টারনেট সেবা ও মোবাইল ব্যাংকিং পরিষেবা এর আওতার বাইরে থাকবে। বগুড়া জেলায় আন্তঃউপজেলা যানবাহন ও জনসাধারনের চলাচল বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে হবে।