টিকা নিয়ে ‘উদ্বেগ’ উড়িয়ে দিল রাশিয়া

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ অগাস্ট ২০২০ ১৭:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭ বার।

রাশিয়ার আবিষ্কৃত প্রথম করোনার প্রতিষেধক নিরাপদ কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে দাবি করেছে মস্কো।

বুধবার (১২ আগস্ট) রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসকো গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক মহলে অনেকেই প্রতিযোগিতা করার জন্য তাদের উদ্ভাবিত প্রতিষেধক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাদের টিকা সম্পূর্ণ নিরাপদ বলেও দাবি করা হয়। এ প্রতিষেধক দ্রুত সহজলভ্য হবে বলেও জানান তিনি।

এর আগে, মঙ্গলবার বিশ্বের প্রথম করোনা প্রতিষেধকের অনুমোদন দেয় রাশিয়া। বিজ্ঞানীরা বলছেন, মানবদেহে পরীক্ষার পূর্ণাঙ্গ তথ্য ছাড়া টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। বিশেষ করে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই ভ্যাকসিনটির অনুমোদন দেয়া নিয়েছে প্রশ্ন উঠেছে।