বগুড়ায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অগাস্ট ২০২০ ১৩:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩০ বার।

বগুড়ার শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নামাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে মোছা. কারিমা খাতুন (৬) ও প্রতিবেশি আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. দিথি খাতুন (৭)।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, করতোয়া নদী সংলগ্ন তাদের বসতবাড়ির চারপাশেই বন্যার পানি থইথই করছে। বিকেলের দিকে ওই দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে শিশু দু’টির লাশ উদ্ধার করে।

শেরপুর থানার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির পাশে খেলা করার সময় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। একপর্যায়ে স্থানীয় লোকজন শিশুদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বন্যার পানিতে ডুবে এই দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।