সিরিয়া পুনর্গঠনের অর্থ দেবে সৌদি: ট্রাম্প

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮ ০৭:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৩ বার।

সাত বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে সৌদি আরবকে অর্থ দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, সিরিয়াকে নতুন করে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের বদলে সৌদি আরবকে অর্থ দিতে হবে।

তিনি বলেন, দেখুন-এটিই কী ভালো না যে, পাঁচ হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশের বদলে প্রতিবেশী ধনী দেশগুলো অর্থ দেবে? এর পর তিনি সৌদি আরবকে ধন্যবাদ দেন।

আগামী ৬০-১০০ দিনের মধ্যে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুর্কি নেতার মুখপাত্রের বরাতে কাতারভিত্তিক আলজাজিরার খবরে এমন তথ্য জানা গেছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর তুরস্কের রাজধানী আঙ্কারায় এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিন বলেন, আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট তুরস্ক সফরে আসবেন। তবে তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

হোয়াইট হাউসও আগামী বছরে ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক সফর নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত কোনো পরিকল্পনাই নিশ্চিত করা হয়নি। তবে আগামী বছর তুরস্কে সম্ভাব্য সফরের ব্যাপারে কথা বলেছেন ট্রাম্প।

গত বছরের মে মাসে হোয়াইট হাউসের সফরে যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

কালিন বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ফোনালাপের সময় ট্রাম্পকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন এরদোগান।

এ বিষয়ে কথা বলতে মার্কিন সামরিক বাহিনীর একটি প্রতিনিধিদল চলতি সপ্তাহে তুরস্ক সফরে আসবেন বলেও জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র।

কালিন বলেন, তাদের প্রতিপক্ষের সঙ্গে কীভাবে সমন্বয় করবেন তা নিয়ে আলাপ করবে এ প্রতিনিধিদল।