সারিয়াকান্দিতে গরীব শীতার্ত মাঝে জিলা স্কুলের ৯৯ ব্যাচের প্রাক্তন ছাত্রদের কম্বল বিতরণ

অরূপ রতন শীল
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮ ১২:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৩ বার।

বগুড়া জিলা স্কুলের এস,এস,সি ৯৯ ব্যাচের "অদম্য ৯৯" প্রাক্তন ছাত্ররা ১৫০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে।  মঙ্গলবার সারিয়াকান্দির চরগোদাগাড়িতে কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন নাট্যকর্মী সাইফুল ইসলাম, ফুল্লু মন্ডল ও কাইন্ড হার্টস ফাউন্ডেশন। ‘অদম্য ৯৯’ এর পক্ষে সাজেদুর রহমান, ডাঃ ফরহাদ হক, আতিক মল্লিক, সুমন্ত ভট্টাচার্য, প্রীতম দত্ত, অলক পাল,শীতল ছেত্রী, এরফানুল মাহফুজ, ডাঃ রোকনুজ্জামান, রাকিব কবির, ইব্রাহীম ইউসুফ, ফারহান খান, উপস্থিত ছিলেন। 
‘অদম্য ৯৯’ এর সদস্য সাজেদুর রহমান জানান, ‘এর আগেও তারা বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ, বগুড়া জিলা স্কুলের পিয়ন-কর্মচারী ও শীতার্তদের জন্য কম্বল বিতরণ করেছিল।‘
তিনি আরও জানান, আগামীতেও অদম্য বগুড়া জিলা স্কুল পরিবারের প্রতিটি সদস্য, ব্যাচমেট বন্ধু সহ সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গায় সকলে মিলে পাশে থাকবার চেষ্টা করবে সবসময়।"
গত ২৪ ডিসেম্বর, সোমবার ‘অদম্য ৯৯’ ব্যাচের প্রাক্তন ছাত্ররা চেলোপাড়া চাষীবাজারে ভিন্নদৃষ্টি পরিচালিত ২৯ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করে।