বগুড়ার শেরপুরে আওয়ামীলীগ নেতার বাসায় বোমা হামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮ ১২:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়ার বাসায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় চারটি তাজা ককটেল (হাতবোমা) উদ্ধার করেছে।  মঙ্গলবার  দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে পৌর শহরের টাউন কলোনীর এলাকাস্থ ওই আওয়ামীলীগের বাসায় এই বোমা হামলার ঘটনা ঘটে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি ও  বুধবার ভোর বেলায় আরো দুটি ককটেল (হাতবোমা) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া জানান, রাতে এসে দুর্বৃত্তরা প্রথমে বাসার প্রধান ফটকে (দরজা) লাথি মারে। এরপর তারা পরপর কয়েকটি হাত বোমা তাঁর বাসা লক্ষ্য করে নিক্ষেপ করে। এরমধ্যে দুই থেকে তিনটি হাতবোমা বিকট শব্দে বিস্ফারিত হয়। এসময় পরিবারের লোকজনের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তারা কেউ আহত হননি। পরে পুলিশে খবর দিলে রাতেই পুলিশ অবিস্ফোরিত অবস্থায় ২টি ও পরদিন আরো ২টি হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা আওয়ালীগের সভাপতি ও শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ও যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার বাগচি এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।