বগুড়ায় কয়েকজন প্রার্থীর সাথে যুব ছায়া সংসদের সৌজন্য সাক্ষাৎ

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮ ১৪:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৯ বার।

ডেপুটি স্পিকার,বিরোধী দলীয় চীফ হুইপসহ কয়েকজন প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে যুব ছায়া সংসদের সদস্যরা।
প্রচারণার অংশ হিসেবে বুধবার রাতে সাঘাটার উল্যাবাজারে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের মহাজোট মনোনিত প্রার্থী এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য মো: শাখাওয়াত হোসেন এবং মো: শামসুজ্জোহা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের হাতে বাংলাদেশ যুব ছায়া সংসদ এর ২৬টি জনদাবী সম্বলিত লিফলেট তুলে দেন বাংলাদেশ যুব ছায়া সংসদ এর যুব ছায়া সংসদ সদস্য সিজুল ইসলাম বগুড়া-৬, আহনাফ সোভিক নরসিংদী-৩ এবং উন্নয়ন ধারার নির্বাহী চেয়ারম্যান সোহেল খান।
এরপর বগুড়ায়  বৃহস্পতিবার দুপুরে বগুড়া-৬ (সদর) আসনের মহাজোট মনোনিত প্রার্থী এবং বিরোধীদলীয় চীফ হুইপ নুরুল ইসলাম ওমর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনিত বগুড়া-৬ (সদর) এর প্রার্থী আমিনুল ফরিদ, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) এর প্রার্থী সন্তোষ কুমার পাল, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম এবং বাংলা বুলেটিন এর ভারপ্রাপ্ত সম্পাদক তারেক হাসান শেখ পাপ্পু এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের হাতে বাংলাদেশ যুব ছায়া সংসদ এর ২৬টি জনদাবী সম্বলিত লিফলেট তুলে দেন বাংলাদেশ যুব ছায়া সংসদ এর যুব ছায়া সংসদ সদস্য সিজুল ইসলাম বগুড়া-৬, অরুপ রতন শীল সিরাজগঞ্জ-৬ এবং উন্নয়ন ধারার নির্বাহী চেয়ারম্যান সোহেল খান।
বাংলাদেশ যুব ছায়া সংসদ ও অর্ধশতাধিক সংগঠনের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের কাছে খাদ্য ও শিক্ষাসহ সকল মৌলিক অধিকার বাস্তবায়নের অঙ্গিকার চেয়ে সারাদেশের ৩০০ টি সংসদীয় আসনে ২৬টি জনদাবী সম্বলিত লিফলেট বিতরণ করছে। প্রার্থী ছাড়াও দাবীগুলোর স্বপক্ষে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের হাতেও লিফলেট তুলে দিচ্ছেন বাংলাদেশ যুব ছায়া সংসদ এর যুুব ছায়া সংসদ সদস্যবৃন্দ এবং প্রচারণায় সহযোগী সংগঠনগুলো। তারই অংশ হিসেবে বগুড়া এবং গাইবান্ধার সংসদীয় আসনগুলোতে প্রচারণা চালাচ্ছে হাসনাহেনা খেলাঘর আসর, উন্নয়ন ধারা ও মুক্তাঙ্গন এবং পুন্ড্র ডিবেটিং ক্লাব সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার বাংলাদেশ যুব ছায়া সংসদে প্রতিনিধিত্বকারী যুব ছায়া সংসদ সদস্যরা।