সিরাজগঞ্জের সব কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮ ০৯:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৯৯ বার।

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি‘র উদ্যোগে সিরাজগঞ্জ জেলার সকল কলেজ ও সিনিয়র মাদরাসার অধ্যক্ষদের নিয়ে গত শনিবার সিরাজগঞ্জ সরকারী কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপততিত্ব করেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এ.কে.এম. আজাদ-উদ-দৌলা প্রধান। মাল্টিমিডিয়া প্রেজেনটেশনের মাধ্যমে পুন্ড্র বিশ্ববিদ্যালয় সম্পর্বিকে বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহাম্মদ চিশতী। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন। মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলার কলেজ ও সিনিয়র মাদরাসার  অধ্যক্ষগণ অংশগ্রহন করেন। তারা পুন্ড্র বিশ্ববিদ্যালয় হতে গৃহিত সার্বিক পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেন। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার প্রত্যয় সম্পর্কে অবগত হয়ে বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনসহ এ ধরনের প্রতিষ্ঠান উত্তর জনপদে প্রতিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক “ফি” সম্পর্কে অবগত হয়ে অভিমত প্রকাশ করেন যে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে এত স্বল্প খরচে মানসম্মত উচ্চতর ডিগ্রী শুধুমাত্র পুন্ড্র বিশ্ববিদ্যালয়ই প্রদান করছে। ফলে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তারা মতামত ব্যক্ত করেন।

সভায় অধ্যক্ষগণ পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা সর্বদা অব্যাহত থাকবে বলে জানান। ভাইস- চ্যান্সেলর সভায় আমন্ত্রিত অধ্যক্ষদের ধন্যবাদ জানিয়ে বলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার জন্য উত্তর জনপদের শিক্ষিত সমাজের সার্বিক সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন যারা তাদের সন্তানদের উচ্চশিক্ষা প্রদানে আগ্রহী কিন্তু কোন সরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না,তিনি তাদের অবশ্যই বগুড়ার গোকুলে অবস্থিত পুন্ড্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে সেখানে ভর্তির পরামর্শ দেন। তিনি আরও বলেন উত্তরবঙ্গে উচ্চ শিক্ষার হার বৃদ্ধি এবং সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে পুন্ড্র বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে। মতবিনিময় সভার সার্বিক দায়িত্বে পালন করেন অত্র  বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং মার্কেটিং অফিসার গোপাল কুমার ভট্টাচার্য।