কুক এখন 'স্যার' অ্যালিস্টার কুক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮ ১০:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৯ বার।

ঘরের মাঠে, নিজ দর্শকদের সামনে, ঘোষণা দিয়ে এবং দারুণ সেঞ্চুরি করে অবসর নিয়েছেন অ্যালিস্টার কুক। নিয়েছেন রাজকীয় বিদায়। ক্রিকেটের অনেক বড় বড় তারকা সংবাদ সম্মেলন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে অবসর নিয়েছেন। কিন্তু কুক অনন্য। তার পাওনা ছিল অনেক সম্মান। অবসরে গেছেন মাস তিনেক। কিন্তু এখনই ভুলে যাওয়ার মতো কেউ নন তিনি। আর তাই 'নাইটহুড' উপাধিতে ভূষিত করা হলো এই ইংলিশ ওপেনারকে। এখন থেকে তিনি 'স্যার অ্যালিস্টার কুক'।

ক্রিকেট বিশেষজ্ঞরা কুককে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনারদের তালিকায় রাখেন। ২০০৬ সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা দেন কুক। অভিষেকেই করেন শতরান। শেষ টেস্টেও শতরানে উজ্জ্বল এই ইংলিশ ওপেনার। দীর্ঘ এক যুগ দাপিয়ে ক্রিকেট খেলেছেন তিনি। শেষটায় ছিলেন একটু বিবর্ণ। আর তাই তরুণদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১৬১ টেস্ট। কুকের নামের পাশে ১২,৪৭২ রান। টেস্ট ক্রিকেটে যা ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক। সেঞ্চুরি করেছেন ৩৩টি। ইংল্যান্ডের হয়ে দারুণ এই অবদানের জন্য রানী এলিজাবেথের হাত থেকে নাইটহুড উপাধি পেলেন ৩৪ বছর বয়সী এই তারকা। ২০০৭ সালে ইয়ান বোথামের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কুক এই রাজকীয় সম্মান পেলেন।

কুকের এই সম্মানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডে উচ্ছ্বাস প্রকাশ করেছে। দলটির বোর্ড সভাপতি টম গ্রেভনি এক বার্তায় বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মাঠে ও মাঠের বাইরে কুক যে ভাবে সামনে থেকে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন তাতে যোগ্যতম ব্যক্তি হিসেবেই এই সম্মাননা পেয়েছেন।'