ভোটের দিন বন্ধ থাকবে অ্যাপভিত্তিক সেবা, চালু অ্যাম্বুলেন্স

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮ ১২:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫৯ বার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অ্যাপভিত্তিক সেবা বন্ধ রাখবেন সংশ্লিষ্টরা। তবে সরকারিভাবে ঘোষিত সাধারণ ছুটির এ দিনে জরুরি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু থাকবে।
এছাড়া নির্বাচনের দিন বিশেষ ব্যবস্থায় রোগীদের সেবা দিতে প্রস্তুত রয়েছে দেশের সব হাসপাতাল।
মোবাইল অ্যাপভিত্তিক সার্ভিস ‘অ্যাপয়েন্ট মি’র মাধ্যমে গৃহকর্মীসহ নার্স, ডাক্তার, বাবুর্চি, ড্রাইভার এবং ফ্রিজ ও টেলিভিশন মেরামতের টেকনিশিয়ান পাওয়া যায়। এই অ্যাপভিত্তিক সার্ভিসের উদ্যোক্তা ফয়সাল আহমেদ বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর এবং পরদিন ৩১ ডিসেম্বর আমাদের অ্যাপভিত্তিক সেবা বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা সেবা চালু থাকবে।’ তিনি বলেন, ‘আমাদের হাউজহোল্ড সার্ভিসগুলো বন্ধ থাকবে। রেন্ট-এ-কার, হাউজমেইড, ইলেকট্রিশিয়ান— এই সার্ভিসগুলো বন্ধ থাকবে। কিন্তু চিকিৎসক ও নার্সের সার্ভিস খোলা থাকবে। এদিন কেউ কল করলে জরুরিভিত্তিতে তিনি চিকিৎসক ও নার্সের সেবা পাবেন।’
গত আগস্টে ধানমন্ডি, কলাবাগান ও গ্রিন রোড এলাকায় ‘ডাক্তার ডাকো’ সার্ভিস চালু করা হয়েছে। এলাকাভিত্তিক এই সেবার কাস্টমার কেয়ার সার্ভিসের আলম বলেন, ‘আমাদের সার্ভিস সেবা আগামীকাল সারাদিন বন্ধ থাকবে। প্রয়োজনে ৩১ ডিসেম্বর কেউ কল করলে সেদিন সেবা পেতে পারেন।’
আলিফ অ্যাম্বুলেন্স সার্ভিসের সুপারভাইজার মিজানুর রহমান বলেন, ‘আমাদের এখন পাঁচটা অ্যাম্বুলেন্স আর পাঁচটা ফ্রিজিং গাড়ি আছে। আমাদের যদি কেউ বাইরে থেকে কল দেয় তাহলে আমরা গাড়ি পাঠিয়ে দিই। ভোট নিয়ে আমাদের কোনও অসুবিধা নেই। তবে মালিক বলেছেন, পারতপক্ষে ঢাকার বাইরে গাড়ি দিও না।’
যমুনা অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রীজিং সার্ভিসেসের স্বত্বাধিকারী মো. লিটন খান বলেন, ‘আমাদের পাঁচটি অ্যাম্বুলেন্স রোগীর জন্য চালু থাকবে।’
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীদের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছে দেশের সব হাসপাতাল।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে জরুরি সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়ে দেশের সব হাসপাতালকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।  খবর বাংলা ট্রিবিউন