কিস্তির চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬২১ বার।

এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করার অপমান সইতে না পেরে বগুড়ার শাজাহানপুরে বেলাল হোসেন(২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার চোপিনগর দক্ষিন মধ্যপাড়ার কৃষক লুৎফর রহমানের ছেলে। নিহত বেলাল হোসেন প্রথমে বিষপান এবং পরে ইলেক্ট্রিক শান মেশিন দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। তবে স্বজনদের দাবি কিস্তি পরিশোধের জন্য এনজিও থেকে তাকে বারবার চাপ দেওয়া হচ্ছিলো। 

মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার চোপিনগর দক্ষিন মধ্যপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, বেলাল হোসেনের কয়েকটি এনজিও থেকে ঋণ নেয়া ছিলো। মঙ্গলবার সকালে ঋণের কিস্তির টাকা নেওয়ার জন্য এনজিও কর্মী আসেন। তখন তিনি তাদের বিকালে আসতে বলেন। এরপর দুপুরের দিকে এনজিও কর্মী কিস্তির টাকা নেওয়ার জন্য আসলে বেলাল তা দিতে ব্যার্থ হয়। তখন এনজিও কর্মী বেলালকে অপমান করেন। সেই অপমান সহ্য করতে না পেরে সে প্রথমে বিষপান করেীবং পরে ইলেকট্রিক শান মেশিন দিয়ে নিজের গলা কেটে ফেলার চেষ্টা করে। তখন গুরুত্বর অবস্থায় উদ্ধার করে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকাল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাজাহানপুরের চোপিনগর ইউনিয়নের মেম্বার আব্দুর রাজ্জাক বলেন, 'বেলাল হোসেন খুব ভালো ছেলে ছিলো। বেশ কয়েকটা এনজিও থেকে তার ঋণ নেওয়া ছিলো। সেই ঋণের টাকার চাপে অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে বেলাল।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, অবশ্যই আইনগত সহায়তা পাওয়ার সুযোগ আছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয় নি।