১০৫ নম্বরে এসএমএস করে সিটির ভোটাররা ভোটকেন্দ্রের তথ্য পাবেন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮ ১২:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৭ বার।

ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য সিটি করপোরেশনের ভোটারদের জন্য এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকার ভোটাররা এ সুবিধা পাবেন। শনিবার বেলা ১টা থেকে এ সুবিধা চালু হবে।

কমিশন থেকে জানানো হয়েছে, যেকোনও মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৭ সংখ্যার নম্বর লিখতে হবে। কারও এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে।

খবর বাংলা ট্রিবিউন