করোনায় চাকরি হারাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ৬২ জন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭ বার।

মহামারী করোনাভাইরাসের কারণে চাকরি হারাচ্ছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ৬২ জন কর্মকর্তা-কর্মচারী। আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতেই কর্মী ছাঁটাইয়ের এমন সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।

মঙ্গলবার ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এক বিবৃতিতে জানান, করোনার কারণে এ বছর আমাদের ১০ কোটি পাউন্ডের বেশি লোকসান হচ্ছে। এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ ২০ কোটি পাউন্ডে গিয়ে পৌঁছতে পারে।

খরচ কমানোর জন্যই ওয়ার্কফোর্স বাজেটের ২০ শতাংশ কাটারও প্রস্তাব উঠেছে ইসিবিতে। ইসিবি এপ্রিল মাস থেকে বোর্ডের কর্মীদের বেতন ২৫ শতাংশ কমিয়ে দিয়েছে।

হ্যারিসন আরও বলেছেন, মহামারীর মধ্যে ক্রিকেট সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমরা কীভাবে বোর্ডের খচর চালাব তা নিয়েও গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিকেটের ভবিষ্যতের আর্থিক টেকসই নিশ্চিত করতে আরও পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি।