নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের ৩৪ প্রার্থী একমঞ্চে; বিভেদ ভুলে নৌকার বিজয় ছিনিয়ে আনার অঙ্গীকার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

নওগাঁ-৬(রানীনগর-আত্রাই) আসনের উপ-নির্বাচণে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৪ প্রার্থী একমঞ্চে দাড়িয়ে মনোনীত প্রার্থী আলহাজ¦ আনোয়ার হোসেন হেলালের পক্ষে হাত তুলে সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে নওগাঁর শহরের ঐতিহ্যবাহী পারীমোহন লাইব্রেরী চত্তরে জেলা আওয়ামীলীগ আয়োজিত নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায়  এই ঘোষনা দেওয়া হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাদ্য মন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি  ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ¦ মোঃ আনোয়ার হোসেন হেলালসহ ওই আসনে মনোনয়ন প্রত্যাশী ৩৩ জন প্রাথী বক্তব্য রাখেন।
গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি মোঃ ইসরাফিল আলম মারা গেলে ওই আসনটি শুন্য হয়। এরপর থেকে আত্রাই ও রানীনগর উপজেলার ৩৪ জন প্রাথী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন পাওয়ার দাবিদার মরহুম ইসলাফিল আলম এমপির সহধর্মীনী সুলতানা পারভিন বিউটি,জেলা স্চ্ছোসেবক লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন,আওয়ামী লীগ নেতা নওশের আলী,সাবেক সংরক্ষিত আসনের এমপি শাহিন মনোয়ারা হক ও রানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালসহ ৩৪ জন সম্ভাব্য প্রার্থী তারা এলাকায় মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশায় ব্যাপক গণ সংযোগ শুরু করেন। ওই আসেন কে হবেন নৌকার কান্ডারী এনিয়ে দুই উপজেলার সবর্ত্র আলোচনার ঝড় বইতে শুরু করে। সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে ওই আসেনর উপনির্বাচনে মোঃ আনোয়ার হোসেন হেলাল এর নাম ঘোষনা করেন আেওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী মোঃ ওবায়দুল কাদের এমপি। 
এদিকে আনোয়ার হোসেন হেলালের নাম ঘোষনার পর আওয়ামী লীগের একটি অংশ অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের পক্ষে মনোনয়ন পুর্নবিবেচনার দাবিতে আত্রাই উপজেলা এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। 
শেষে কেন্ত্রীয় কমিটির নের্তৃবৃন্দ ও জেলা কমিটির নের্তৃবৃন্দদের ডাকে মনোনয়ন বঞ্চিত ওই ৩৩ জন প্রার্থী সকল বিভেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামীলীগের কান্ডারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে যাঁকে যোগ্য মনে করেছেন তাঁকেই মনোনয়ন প্রদান করেছেন। দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের মধ্যে বিভেদের কারণে দলীয় প্রার্থীর পরাজয় হতে পারে। তাই নির্বাচনের আগে সকল নেতাকর্মীকে বিভেদ,পরস্পরের মধ্যকার  দুরত্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
এসএম কামাল  বলেন, ‘দলের প্রার্থীকে জেতানোর জন্য আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র এলাকার সাধারণ ভোটারদের কাছে তুলে ধরতে হবে। মানুষকে বোঝাতে সক্ষম হলেই আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা তৈরি হবে।’ 
এব্যাপারে ওই আসনের মনোয়ন পাওয়ার দাবিদারদের মধ্যে একজন জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্য্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন আমাদের মধ্যে আরো কোন বিভেদ নেই। এখন থেকেই নৌকার বিজয়কে ছিনিয়ে আনতে যা যা করার প্রয়োজন তাই করা হবে। ভূল-ভ্রান্তি আর দুরত্বের আর কোন অবকাশ নেই।
নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের উপনির্বাচনের ভোট আগামী ১৭ অক্টোবর ইভিএম-এ অনুষ্ঠিত হবে।