ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু আজ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৯ বার।

শতভাগ আসনে যাত্রী নিয়ে আজ থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে। ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে। খবর দেশ রুপান্তর অনলাইন।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চের পর থেকে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এরপর গত ৩১ মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। সে সময় থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলছে বলে ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছিল।

৫ সেপ্টেম্বর থেকে কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কিছু বিষয় শিথিল করে চলাচল শুরু করে যাত্রীবাহী রেল। ১২ সেপ্টেম্বর থেকে স্টেশন কাউন্টারেও ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।

লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর গত ১ জুন থেকে বাসও চলছিল অর্ধেক যাত্রী নিয়ে। সেজন্য বেশি ভাড়া দিতে হচ্ছিল যাত্রীদের। পরিবহন মালিকদের অনুরোধে ১ সেপ্টেম্বর থেকে সব আসন পূর্ণ করে আগের ভাড়ায় বাস চলাচল শুরু হয়েছে।