কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৪:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি শৈত্যপ্রবাহ শনিবার থেকে তীব্র আকার ধারণ করেছে। জেলায় অবস্থিত রাজারহাট কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগার শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে, যা দেশের মধ্যে সর্বনিম্ন।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এই কমা অব্যাহত থাকবে।

এরফলে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশার আস্তরণে ঢাকা পড়ে থাকছে চারদিক। সূর্যের দেখা মিললেও তাতে কাঙ্ক্ষিত উত্তাপ পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে উত্তর-পূর্ব দিক থেকে বয়ে আসছে কনকনে হিমেল হাওয়া। ফলে জবুথবু হয়ে পড়েছে জনজীবন।

এদিকে শীতজনিত রোগব্যাধির প্রকোপ বেড়েই চলেছে। জেলা সদরে অবস্থিত জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা আরও বেড়েছে। শনিবার এ হাসপাতালে ৪৪ শয্যা ধারণ ক্ষমতার শিশু ওয়ার্ডে ভর্তি ছিল ৬৩ জন। তাদের মধ্যে সাতজন নিউমোনিয়া আক্রান্ত। এছাড়া ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ছিলেন ২৮ জন। এরমধ্যে শিশু ২৪ জন।

এ পরিস্থিতিতে জেলার অতিদরিদ্র শীতার্ত মানুষের জন্য এ পর্যন্ত প্রায় ৪২ হাজার কম্বল বরাদ্দ এসেছে। এগুলোর বিতরণ চলছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর।

এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ জানান, এ পর্যন্ত সদর উপজেলার জন্য ৪ হাজারের মতো কম্বল বরাদ্দ পেয়েছেন। এগুলো বিতরণ করা হয়েছে। আরও কম্বল প্রয়োজন। খবর সমকাল অনলাইন