ইভিএম-এ ভোট দিয়ে খুশি ভোটাররা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮ ০৪:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন ভোটাররা। ঢাকার দু’টি আসনে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ চলছে। ভোটাররা বলছেন, এটি প্রযুক্তিবান্ধব। এই যন্ত্রে ভোট হবে ঝামেলাবিহীন।

 

ঢাকা নগরের দু’টি আসনসহ দেশের মোট ছয়টি আসনে সবকয়টি কেন্দ্রে সারাদিন ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ঢাকার আসন দুটি হলো মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসন এবং ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর ও কোতোয়ালি এবং বংশালের একাংশ নিয়ে গঠিত ঢাকা-৬ আসন।

ঢাকা-১৩ আসনের ৯৬ নম্বর গ্রিনউড স্কুলের কেন্দ্রটি পুরুষ কেন্দ্র। এখানকার প্রিজাইডিং অফিসার উজ্জ্বল সাহা জানান, ‘সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা ভালো। তিনি ইভিএম এর পুরো সেট আপে সন্তোষ প্রকাশ করেন।’ 

 

এই কেন্দ্রের ভোটার শাহজাদা ইভিএম এ ভোট দিয়ে বেরিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আগের চাইতে ভোট দেওয়া সহজ হয়েছে।  এতে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাড়নোর ঝামেলা নেই। অল্প সময়ে ভোট দেওয়া হয়ে যায়।’

 

 

রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিজাইডিং অফিসার নায়েব আলী শরিফ বলেন, ‘শীতের দিন হওয়াতে লোক সমাগম কম, ধীরে ধীরে বাড়বে। এইটি নারীকেন্দ্রে, এ কেন্দ্রে মোট ভোট ৩২১৪। সত্তরোর্ধ নারী ময়মুন্নেসা জানান , 'এই পদ্ধতি ভালো।'পঞ্চাশোর্ধ আরেক নারী ভোটার জাহানারা বলেন, ‘আগের ভোটের তুলনায় এটিই ভালো সিস্টেম।’ 

এই কেন্দ্রের একজন সহকারী প্রিজাইডিং অফিসার বলেন,  ‘যে ভোটারের প্রথমবারই ফিঙ্গারপ্রিন্ট মেলে তার ইভিএম এ ভোট দিতে ৪৫-৫০ সেকেণ্ড লাগে।’ খবর বাংলা ট্রিবিউন