মাল্টা উপকূল থেকে ৬৯ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮ ০৬:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১০ বার।

মাল্টা উপকূল থেকে রোববার অভিবাসন প্রত্যাশী ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে। সেখানে ভেসে থাকা একটি জরাজীর্ণ কাঠের নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এছাড়া আরও ৪৯ জন কোনো একটি দেশের বন্দরে ভেড়ার অনুমতির জন্য সমুদ্রে নৌকায় অপেক্ষা করছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

মাল্টার নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মাল্টার প্রায় ১১৭ নটিক্যাল মাইল দূরে চরম দুদর্শায় থাকা এসব অভিবাসন প্রত্যাশীদের ডেকে পাঠানো হয়। পরে তাদেরকে সাহায্য করতে মাল্টার নৌবাহিনীর একটি জাহাজ পাঠানো হয়।

এদিকে জার্মান এনজিও সি-আই জানায়, তাদের একটি উদ্ধার জাহাজ অভিবাসন প্রত্যাশী ২৪ জনকে নিয়ে চরম সমস্যায় পড়া আরেকটি নৌকা থেকে পাঠানো বার্তার সাড়া দিয়েছে।

জার্মান পতাকাবাহী এ জাহাজ একটি নৌকা থেকে পশ্চিম আফ্রিকার অভিবাসন প্রত্যাশী ১৭ জনকে ইতোমধ্যে উদ্ধার করেছে। লিবিয়া সমুদ্রোপকূলের আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়।

একই সময় ডাচ পতাকাবাহী সি-ওয়াচ জানায়, তারা গত ২২ ডিসেম্বর অভিবাসন প্রত্যাশী ৩২ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে নাইজেরিয়া, লিবিয়া ও আইভরিকোস্টের নাগরিক রয়েছে।

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানায়, এ বছরের শুরু থেকে ইতালি বা মাল্টায় পৌঁছানোর চেষ্টা চালানো অভিবাসন প্রত্যাশী এক হাজার ৩শ’ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে।