সবচেয়ে বেশি ভোট পড়েছে বগুড়া-১ আর কম বগুড়া-৭ আসনে

বগুড়ায় মহাজোটের প্রতীকে ৫৬ শতাংশ আর ঐক্যফ্রন্টের সমর্থনে পড়েছে ৩৬ শতাংশ ভোট

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮ ০৮:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৫ বার।

বগুড়ায় এবার নির্বাচনে ৭৫ দশমিক ৬৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। জেলায় মোট ২৫ লাখ ৪৬ হাজার ৯৫৮ ভোটারের মধ্যে ৩০ ডিসেম্বর ১৯ লাখ ২৬ হাজার ৪৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, প্রদত্ত ভোটের মধ্যে ১০ লাখ ৮৮ হাজার ৭১২টি বা ৫৬ শতাংশ ভোট পড়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নৌকা ও লাঙল প্রতীকে। পক্ষান্তরে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্র›ন্টের প্রতীক ধানের শীষ এবং তাদের সমর্থনপুষ্ট এক স্বতন্ত্র প্রার্থীর ট্রাকের পক্ষে পড়েছে ৩৬ দশমিক ৮৮ শতাংশ অর্থাৎ ৭ লাখ ১০ হাজার ৫৯২টি ভোট। 
জেলার ৭টি আসনের মধ্যে সর্বোচ্চ ৯১ দশমিক ০৩ শতাংশ ভোট পড়েছে বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনে। অন্যদিকে আসনগুলির মেেধ্য সবচেয়ে কম ৬৪ দশমিক ০৩ শতাংশ ভোট পড়েছে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হওয়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে।
বগুড়া-১ আসনে প্রদত্ত ভোটের ৯২ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়েছে নৌকা প্রতীকে। অন্যদিকে ধানের শীষে পড়েছে ৫ দশমিক ৭৪ শতাংশ ভোট। 
বগুড়া-২ আসনে ৮১ দশমিক ৮৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। যার ৭৩ দশমিক ৪২ ভাগ পড়েছে মহাজোটের লাঙল প্রতীকে  এবং ২৪ দশমিক ৬১ শতাংশ ভোট পড়েছে ধানের শীষে।
বগুড়া-৩ আসনে ৭৬ দশমিক ০৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ওই ভোটের ৬৯ দশমিক ৯৪ শতাংশ পড়েছে মহাজোটের লাঙল প্রতীকে এবং ধানের শীষে পড়েছে ২৫ দশমিক ৯৬ শতাংশ ভোট। 
বগুড়া-৪ আসনে ৭১ দশমিক ৯১ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। তার মধ্যে ৫৭ দশমিক ২৯ শতাংশ পড়েছে ধানের শীষ প্রতীকে এবং ৩৮ দশমিক ৩৪ শতাংশ পড়েছে নৌকা প্রতীকে। 
বগুড়া-৫ আসনে মোট ভোটারের ৮২ দশমিক ৩৫ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। এর মধ্যে ৮৪ দশমিক ৬৪ শতাংশ ভোট পড়েছে নৌকা প্রতীকে। অন্যদিকে ধানের শীষে পড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ ভোট।
বগুড়া-৬ আসনে ভোট দিয়েছেন ৬৬ দশমিক ৪৮ শতাংশ ভোটার। এর মধ্যে ধানের শীষে ভোট দিয়েছেন ৮০ দশমিক ৪০ শতাংশ ভোটার আর প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকে পড়েছে ১৫ দশমিক ৬৭ শতাংশ ভোট। 
বগুড়া-৭ আসনে ভোট দিয়েছেন ৬৪ দশমিক ০৩ শতাংশ ভোটার। এর মধ্যে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে পড়েছে ৬৪ দশমিক ৩৮ শতাংশ এবং অপর এক স্বতন্ত্র প্রার্থীর ডাব প্রতীকে পড়েছে ২২ দশমিক ০৯ শতাংশ ভোট।