ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮ ১১:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

বছরের শেষ দাগে এসে পেছন ফিরে বছরটা দেখে নিচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা। কে কেমন খেলেছেন তার হালনাগাদ করছেন তারা। ক'দিন আগে ক্রিকবাজকে ২০১৮ সালে বিভিন্ন ফরম্যাটে সেরা একাদশ নির্বাচন করছেন বিশ্লেষক হারশা ভোগলে। এবার ক্রিকেটারদের পারফরম্যান্সের খতিয়ান বের করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই খাতা দেখে তারা বের করেছে বর্ষসেরা ওয়ানডে একাদশ। আর তাতে জায়গা পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এসেই বল হাতে যা করে দেখান তা ছিল বিস্ময়কর। তাই ২০১৮ সালেও তার দারুণ সব পারফর্ম যেন চোখ এড়িয়ে গেছে। ফিজ শুরুর মতো আহামরি কিছু করতে পারেননি। কিন্তু ইনজুরি মুক্ত থেকে যে ম্যাচগুলো খেলেছেন ধারাবাহিক ছিলেন তিনি। হয়তো ম্যাচ সেরার পুরস্কার ওঠেনি হাতে। কিন্তু দলের জয়ে বড় অবদান রেখেছেন ফিজ। তাই মুস্তাফিজ পেসার হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশ জায়গা পেয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্লেষণ, বাংলাদেশ স্পিনারদের দাপুটে একটি বছরে বাংলাদেশি পেসার মুস্তাফিজ ছিলেন দারুণ ধারাবাহিক। বছরে তার আলোচিত পারফরম্যান্স এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট শিকার। ফাইনালে ভারতের বিপক্ষে ১০ ওভারে ৩৮ রানে ২ উইকেট নেন তিনি। টেনে ধরেন রানের রানের চাকা। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে নতুন দলে দারুণ বোলিং এবং শেষটায় যে জাদুকরী বোলিং করেন তা প্রশংসার দাবি রাখে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে আছেন ভারতের চার ক্রিকেটার। তিনজন ক্রিকেটার ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আছেন একজন করে ক্রিকেটার। তবে একাদশ সাজিয়েছে যে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদেরই কোন খেলোয়াড় নেই ওই একাদশে। পেসার হিসেবে ওই একাদশে আছেন বুহরাহ, মুস্তাফিজ এবং থিসারা পেরেরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি (অধিনায়ক), জো রুট, সিমরন হেটমায়ার, জস বাটলার (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রশিদ খান, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ।  খবর সমকাল অনলাইন