ধূমপানকে নিরুৎসাহিত করতে আকর্ষণীয় প্রস্তাব এক কোম্পানির

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮ ১২:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

ধূমপানকে নিরুৎসাহিত করতে কত ধরনের প্রচারণাই না চালানো হয় বিশ্ব জুড়ে। জাপানিজ এক কোম্পানি ধূমপান বন্ধ করতে চালু করলো অভিনব এক পন্থা। 

পিয়ালা ইনকর্পোরেটেড নামে একটি বেসরকারি মার্কেটিং কোম্পানি ঘোষণা দিয়েছে যেসব কর্মী ধূমপান থেকে বিরত থাকবে বছরে তাদেরকে বেতনসহ অতিরিক্ত ছয়দিন ছুটি দেওয়া হবে । কোম্পানির এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটা কারণ অবশ্য আছে।

কিছুদিন আগে একজন অধূমপায়ী কর্মী কর্তৃপক্ষকে জানান, ধূমপায়ী ব্যক্তিরা কাজের মধ্যে বারবার বিরতি নেন। এতে তাদের কাজ ঠিক মতো হয় না। 

এছাড়া ওই অফিসটি ৩০ তলায় অবস্থিত। আর ধূমপায়ীদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে বেসমেন্ট। সে কারণে কেউ ধূমপান করতে চাইলে বারবার তাকে ৩০ তলা থেকে একদম নিচে নামতে হয়। সেক্ষেত্রে অনেকটা সময়ের অপচয় হয়। 

অধূমপায়ী ব্যক্তির অভিযোগটি নিয়ে ভাবতে বসে কোম্পানি কর্কপক্ষ। কারণ পিয়ালা কোম্পানির প্রায় ৩৫ ভাগ কর্মী ধূমপান করে। অনেক চিন্তা ভাবনা করে কোম্পানিটা অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নেয়। আর ছুটির ঘোষণার পর এরই মধ্যে ৪ জন ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

অন্যান্য উন্নত দেশের তুলনায় জাপানীরা অনেক বেশি সময়  কাজ করে। পরিবারের সঙ্গে কিংবা ব্যক্তিগতভাবে সময় কাটানোর সুযোগ তারা খুবই কম পান। বেশিরভাগ কর্মীই নিয়মিত ১২ ঘণ্টা কাজ করেন। সেক্ষেত্রে পিয়ালি কোম্পানির অতিরিক্ত ছুটির এই প্রস্তাব নিঃসন্দেহে আকর্ষণীয় অনেকের জন্য। 

অনেকের ধারণা, বিশ্ব জুড়ে ধূমপানকে নিরুৎসাহিত করতে পিয়ালি কোম্পানির এই উদ্যোগ অনুসরণীয় হয়ে উঠতে পারে। খবর সমকাল অনলাইন