সাধারণ সভায় ১০টি নতুন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ

টিএমএসএসের ৮ হাজার ৩১ কোটি টাকার বাজেট অনুমোদন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮ ১২:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৭২ বার।

বেরসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের জন্য ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৮ হাজার ৩১ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। সোমবার পাঁচ তারকা হোটেল মম ইন-এ সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় ওই বাজেট অনুমোদন দেওয়া হয়। টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় স্থায়ী জনবলের জন্য শান্তি বিনোদনের প্রণোদনা ছুটি প্রবর্তন, সদস্য সঞ্চয় বৃদ্ধি, আর্ট ও কালচার সেন্টার একাডেমি প্রতিষ্ঠা, স্টুডেন্ট ট্রাস্ট গঠন এবং আজীবন সদস্যদের বিষয়সহ অন্তত ১০টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সংস্থার সহকারী সদস্য সচিব মিনতি আখতার বানু ২০১৭-১৮ এর বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে আলোচনার তা অনুমোদন করা হয়। এরপর কোষাধ্যক্ষ আয়শা বেগম ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট উপস্থাপন ও অডিট ফার্ম নির্বাচনের বিষয়টি উত্থাপন করলে সেটিও অনুমোদিত হয়।
বার্ষিক সাধারণ সভার আলোচ্য বিষয় সমূহ উপস্থাপন ও আলোচনা করেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। সভায় আমন্ত্রিত অতিথি, পরামর্শক, আজীবন সদস্য, টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ভেঞ্চার, ডোমেইন ও বিভাগ প্রধারা বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ পরিষদ, পরিচালনা পর্ষদের সদস্যসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।