মৃত্যু নেই

বগুড়ায় নতুন আক্রান্ত ১৬, সুস্থ ২৪

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৫:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৪ বার।

বগুড়ায় গেল ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২০৩ নমুনার ফলাফলে ১৬জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। আক্রান্তের হার ৭দশমিক ৮৮শতাংশ।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৬০৮জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ২৪জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৭২২জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে কেও মারা না  যাওয়ায় মোট মৃত্যু ১৮১জনেই অপরিবর্তিত রয়েছে। 

মঙ্গলবার  সকাল সাড়ে ১১টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে  এই তথ্য জানানো হয়। 

জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, ২৮সেপ্টেম্বর, সোমবার জেলার দু’টি পিসিআর ল্যাবে ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়।  সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ১৯২টি নমুনার মধ্যে ১৫টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ১১টি নমুনার মধ্যে একজনের পজিটিভ এসেছে। 

১৬জনের  উপজেলাভিত্তিক তথ্যে  ১৪জন সদর, দুপচাচিয়া এবং গাবতলীতে একজন করে আক্রান্ত হয়েছেন।