প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকীতে বিদ্যালয়ের যাবতীয় উন্নয়ন কাজ উৎসর্গ করেছে আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১২:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৩ বার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকীতে যাবতীয় উন্নয়ন মূলক কাজ উৎসর্গ করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠ আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়। 
মঙ্গলবার সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ৩ তলা একাডেমিক ভবনের ২য় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের উন্নয়ন সহযোগী দক্ষিণ বগুড়ার কৃতি সন্তান বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আলতাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পূর্বপাকিস্তান আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আলহাজ্ব আয়েন উদ্দিন আহমেদের ছেলে শিক্ষানুরাগী আওরঙ্গজেব, প্রধান শিক্ষক হায়দার আলী, সাবেক অধ্যক্ষ এ.কিউ.এম আব্দুস সোবহান, সহকারি অধ্যাপক রবিউল করিম, ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মন্টু, আতিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি খোরশেদ আলম, ফেরদৌস হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিণ্টু মিয়া, ছাত্রনেতা আতিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা বুলবুল, মিজুসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিবৃন্দ।