ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আব্দুস সালাম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৩:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. শেখ আব্দুস সালামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপণে বলা হয়েছে, উপাচার্য হিসেবে আব্দুস সালামের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ২০ আগস্ট ইসলামি বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর মেয়াদ শেষ হয়। একই সঙ্গে কোষাধ্যক্ষ পদ শূন্য হলেও ওই পদে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

সূত্রঃ সমকাল অনলাইন