সুস্থ ১৪

বগুড়ায় নতুন আক্রান্ত ১৬, এক নারীসহ মৃত্যু ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০৬:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৫ বার।

বগুড়ায় গেল ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২০১ নমুনার ফলাফলে ১৬জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। আক্রান্তের হার ৭দশমিক ৯৬শতাংশ। নতুন আক্রান্ত ১৬জনই বগুড়া সদর উপজেলার বাসিন্দা। 

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৬২৪জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ১৪জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৭৩৬জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে এক নারীসহ দুইজন মারা যাওয়ায় মোট মৃত্যু ১৮৩ জনে ঠেকেছে। মারা দুজনের মধ্যে একজনের বাড়ি বগুড়ার শিবগঞ্জে অপরজন সদরের গোকুল এলাকার এক নারী। 

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে  এই তথ্য জানানো হয়। 

জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, ২৯সেপ্টেম্বর, মঙ্গলবার জেলার দু’টি পিসিআর ল্যাবে ২০১টি নমুনা পরীক্ষা করা হয়। সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ১৯৩টি নমুনার মধ্যে ১৫টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ৮টি নমুনার মধ্যে একজনের পজিটিভ এসেছে।