বিপণনের বাজারে সবার ওপরে মেসি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০ ১১:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬ বার।

মাঠ থেকে শুরু করে বিজ্ঞাপনের বাজার- সর্বত্রই ফুটবলের দুই মহাতারকার লড়াই। বিপণন জগতের সেই লড়াইয়ে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন লিওনেল মেসি। 'স্পোর্টসপ্রো ২০২০' প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ অ্যাথলেটের মধ্যে শীর্ষে আছেন বার্সেলোনার অধিনায়ক মেসি। তার চেয়ে সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রোনালদো।

তিনে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। চারে ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। পঞ্চম স্থানে আছেন কানাডার টেনিস সুন্দরী বিয়াঙ্কা আন্দ্রেস্কু। ছয় নম্বরে আছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। আট নম্বরে আছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা।

শীর্ষ দশে থাকা অন্য দুই ফুটবলার হলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ (নবম) ও জুভেন্তাসের আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা (দশম)। তবে মেসির শীর্ষে উঠে যাওয়াটাই সবচেয়ে বড় চমক। কয়েক বছর ধরেই বিজ্ঞাপনের বাজারে পর্তুগিজ সুপারস্টার রোনালদোর ভীষণ কাটতি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি (২৩৮ মিলিয়ন), মেসির ফলোয়ার মাত্র ১৬৭ মিলিয়ন।

এখন পর্যন্ত রোনালদোর স্পন্সর সংখ্যাও বেশি, সবচেয়ে বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজও করেছেন তিনি। তাই বিপণনের ক্ষেত্রে ক্রীড়া তারকাদের মধ্যে রোনালদো ছিলেন সবার সেরা। তবে 'স্পোর্টসপ্রো' কর্তৃপক্ষ জানিয়েছে, দু'জনের মধ্যে ব্যবধানটা নাকি খুবই সামান্য। তারা মেসির শীর্ষে উঠে যাওয়ার পেছনে কোনো কারণ না দেখালেও অনেকেই ধারণা করছেন, সম্প্রতি বার্সেলোনা ছাড়া নিয়ে ঘটে যাওয়া নাটকীয়তাই মেসিকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।