নওগাঁয় চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে সড়ক অবরোধ

নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০ ১১:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

সন্ত্রাস, চাঁদাবাজী, ছিনতাই বন্ধের দাবিতে নওগাঁর আঞ্চলিক সড়ক গোস্তাহাটির মোড় থেকে শৈলগাছী সড়কের আরজি-নওগাঁ মহল্লায় সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বুধবার সকাল ১০টায় শহরের আরজী নওগাঁ মহল্লায় গোস্তহাটির মোড় থেকে শৈলগাছী ব্যস্ততম সড়কটি ঘন্টাব্যাপী অবরোধ করে রাখা হয়।

এসময় সড়কে উভয় পাশে শত শত যানবাহস আটকা পড়ে। পরে সদর উপজেলা পরিষদের চেয়্যারম্যান রফিকুল ইসলাম রফিক ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী ও বখাটেদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

এলাকাবাসীর অভিযোগ গুরুত্বপূর্ন এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও রিকশা, সিএনজি, অটোরিকশাসহ শত-শত যানবাহন চলাচল করে। এই সুযোগ নিয়ে এলাকার কতিপয় চিহৃত সন্ত্রাসী ও বখাটেদের উৎপাতে এই সড়কে চলাচল করা দুরুহ হয়ে পড়েছে। মাঝে মধ্যে পথচারীসহ যানবাহনের চালকরা চাঁদাবাজিসহ ছিনতাই এর শিকারহয়ে থাকেন। গত সোমবার রাতে এক রিক্সা চালকের সাথে আরজী-নওগাঁ হালিপাড়ার এলাকাবাসীদের মতবিরোধ হয়। এরপর কিছু বখাটেরা এসে চকপ্রসাদের এলাকাবাসীদের মারধর করেন।

আঞ্চলিক সড়কে এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজী, ছিনতাই বন্ধের দাবিতেই সড়ক করেন এলাকাবাসী।

এসময় নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।