অবৈধভাবে ধান-চাল মজুদঃ বগুড়ায় এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০ ১২:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৪ বার।

বগুড়ায় অবৈধভাবে ধান -চাল মজুদ এবং ডিলিং লাইসেন্স না রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শিবগঞ্জের রোমা অটো রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান। এসময় র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার(সিনিয়র সহকারী পুলিশ সুপার) স্বজল কুমার সরকার, শিবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খন্দকার আবুল বাশার এবং জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান পুণ্ড্রকথাকে জানান, শিবগঞ্জের রোমা অটো রাইস মিল অধৈবভাবে ৪ মাস ধরে ধান-চাল মজুদ করে রেখেছিল। এছাড়া তারা ডিলিং লাইন্সেন্স দেখাতেও ব্যর্থ হন। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রয়কের প্রসিকিউসন নিয়ে ওই মিল মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৩ ধারা লঙগণের দায়ে ৬ ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।