নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভা

বগুড়ার শেরপুরে মহাসড়কের দুপাশে অধিগ্রহণকৃত জমি ও অবকাঠামোর ন্যায্য ক্ষতিপুরণ দ্রুত পরিশোধ করার দাবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৯ বার।

বগুড়ার শেরপুরে মহাসড়ক সম্প্রসারণের জন্য দু’পাশে অধিগ্রহণকৃত জমি ও অবকাঠামোর ক্ষতিপুরণ দ্রুত পরিশোধ করার দাবি জানিয়েছেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির নেতারা। একইসঙ্গে ক্ষতিগ্রস্থ জমি মালিকদের হয়রানী না করতে আহবান জানানো হয়। বুধবার সন্ধ্যায় শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু।

এসময় ওই সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত বসাক, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, কোষাধ্যক্ষ শাহজামাল কামাল, নির্বাহী সদস্য আব্দুল হালীম খোকন ও নাহিদ আল মালেক।

সভায় বক্তারা বলেন, অধিগ্রহণকৃত জমির ক্ষতিপুরণের টাকা উত্তোলন করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা অভিযোগ তুলেছেন। তাই অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি তাদের জমি ও অবকাঠামোর ন্যায্য ক্ষতিপুরণ পরিশোধ করার আহবান জানান তারা।

এছাড়া শেরপুর বাসষ্ট্যান্ড থেকে গাড়ীদহ দশমাইল এবং বাসষ্ট্যান্ড থেকে মির্জাপুর পর্যন্ত টাউন সার্ভিস চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, বর্তমান সরকার হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দশ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম পরিচালনা করছে। এতে হতদরিদ্ররা সুফল পাচ্ছেন। কিন্তু স্বার্থান্বেষী মহল কর্মসূচির চাল নিয়ে চালবাজি করছেন। এটি বন্ধ করতে হবে। সেলক্ষ্যে ইতিমধ্যেই মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। একইসঙ্গে এই কর্মসূচির সুফল নিশ্চিত করতে ইউএনও’র নেয়া বিভিন্ন উদ্যোগের ভুয়সি প্রশাংসা করেন সভায় বক্তারা।