ধুনটে বই বিতরণ উৎসব

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারী ২০১৯ ১১:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২১ বার।

বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা’র সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ, ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ধুনট পাইল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অতিথিবৃন্দ। এবারের বই বিতরণ উৎসবে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দপাঠ জুনিয়র স্কুল, জিমকল ইন্টারন্যাশনাল স্কুল, প্যারামাউন্ট কেজি স্কুল, মসজিদ ভিত্তিক স্কুল, ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় এবং ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।